কাহারোলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০১:০০ পিএম
কাহারোলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গতকাল শনিবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা দিবস পালিত হয়। দিনাজপুরের কাহারোলে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ যথাযথ প্রতিপাদ্য বিষয় প্রযুক্তি ও মানব কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় এই প্রতিপাদ্যকে সমানে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন, সহকারি সেটেলমেন্ট অফিসার মোঃ আব্দুল বারী ও ফিল্ড সুপারভাইজার মোঃ তহিদুল ইসলাম প্রমুখ এ সময় বিভিন্ন এলাকা থেকে উপকার ভোগী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।