“গণভোট ২০১৯সংসদ নির্বাচন দেওয়ার চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যে যশোরের অভয়নগর উপজেলায় গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট উদ্বুদ্ধকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দিপু। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শেখ তানভীর জামান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল রাজিব, অবয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) এস এম নুরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মজিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের সচেতন করা অত্যন্ত জরুরি। জনগণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সর্বস্তরের মানুষের সহযোগিতায় ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন বক্তারা।