চাটমোহরে নার্সকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৩:২৩ পিএম
চাটমোহরে নার্সকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ

পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়ার জের ধরে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে। আহত নার্সকে সহকর্মী ও হাসপাতালে আসা রোগির স্বজনরা উদ্ধার করে। গলায় বেশ কয়েকটি সেলাই দেবার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত নার্সকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন ও তাঁর সহকর্মীরা। আহত নার্স পাবনার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি (৪৫)। তিনি চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে এক মাস আগে যোগদান করছেন। তার অভিযুক্ত স্বামী সেনা সদস্য চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা  ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম (৩৫)। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সেনা সদস্য আমিরুল ইসলামের সাথে দ্বিতীয় বিয়ে হয় নার্স ডলির। তার আগের সংসারে দুটি ছেলে-মেয়ে রয়েছে। আমিরুলের সাথে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই আমিরুল তার স্ত্রীর সমস্ত টাকা পয়সা নিতে থাকে। ডলি তার পূর্বের ছেলে-মেয়ের সাথে যোগাযোগ করতে চাইলে,আমিরুল তাতে বারণ করে। এনিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে ডলি আমিরুলকে তালাক প্রদান করেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে আমিরুল।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন নার্স ডলি। ডিউটি শেষ হবার একটু আগে সকাল ৮টার দিকে জরুরী বিভাগে আমিরুল এসে ডলির সাথে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে তার কাছে থাকা ছুঁরি দিয়ে তার গলায় আঘাত করে। ছুরিকাঘাতে হাতও কেটে যায়। ডলির চিৎকারে সহকর্মীসহ অন্যরা এগিয়ে এলে আমিরুল পালিয়ে যায়।  এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওমর ফারুক বুলবুল বলেন,ঘটনাটি শুনেছি। ওই নার্সকে আমাদের হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। তার গলায় আঘাত লেগেছে এবং সেলাই পড়েছে। সেহেতু তার কাছ থেকে আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম সারওয়ার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। স্বামী ও স্ত্রীর কলহের জেরে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেনা সদস্য স্বামীর সাথে আহত নার্সের সাংসারিক জীবনে ঝামেলা চলছিলো। এরই অংশ আজকের ঘটনাটি ঘটেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার জেলার সংবাদ পড়তে