টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরতে “ঈধৎববৎ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং রহ ওঞ রিঃয ঊসবৎমরহম ঞবপযহড়ষড়মরবং”শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সিটি ইউনিভার্সিটির উদ্যোগে ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ক্লাবের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোশাররফ হোসেন। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান (২য় শিফট) সন্তোষ কুমার কর্মকারের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন চীফ ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান (১ম শিফট) নাসির আহমেদ। এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জনই শিক্ষার্থীদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার। বিশেষ করে অও ও সাইবার সিকিউরিটি ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চশিক্ষা, গবেষণা এবং চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারে সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাব্বির হোসেন, আজহারুল ইসলাম মিরাজ ও উৎপল কান্তি রায় বক্তব্য রাখেন। এসময় তারা জানান, ডিপ্লোমা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সিটি ইউনিভার্সিটিতে স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা এখানে মাত্র ১ লাখ ৯৫ হাজার টাকার মধ্যে ব্যাচেলর অব সায়েন্স (ইঝঈ) ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছে। যা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। সেমিনারে টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।