কুষ্টিয়ার দৌলতপুরেসড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। এসময় দুর্ঘনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন চালকসহ মোটরসাইকেলটি আটকে রাখে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার তারাগুনিয়া থানামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফেরদৌস থানার মোড় দফাদার পাড়ার আজিমউদ্দীন দফাদারের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফেরদৌস থানার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।