জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সভাপতি এড্ভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম এক যুক্ত বিবৃত্তিতে খোশ আমদেদ ও অভিনন্দন জানাইয়াছেন। বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল নেতৃবৃন্দ মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যোগ্য ব্যক্তিত্বকেই দলের চেয়ারম্যান নির্বাচিত করেছে। নেতৃবৃন্ধ যুক্ত বিবৃতিতে বলেন জনাব তারেক রহমানের সময়ের পরীক্ষিত ব্যাক্তিত্ব। জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং প্রবাহমান থাকবে। নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।