ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কর্তৃক আয়োজিত চট্টগ্রামের হালদা গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রে হালদা নদীর রুই জাতীয় মাছ সনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট কিট এবং নদীর পাড়ে একটি ল্যাবরেটরির গত শুক্রবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম. সিরাজ উদ্দিন। পরে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএফ-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, আইডিএফ-এর প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহীদুল আমিন চৌধুরী, হালদা রিভার রিসার্চ ল্যাবের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা, হালদা প্রকল্প কর্মকর্তা, হাটহাজারী এবং রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সরকারি কমিশনার ভূমি, উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, নৌ পুলিশ, পিকেএসএফ-র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই ডিএনএ টেস্ট কিটের মাধ্যমে খঅগচ প্রযুক্তি ব্যবহার করে হালদা নদীর শতভাগ নির্ভেজাল ও ভেজালমুক্ত পোনা শনাক্ত ও সরবরাহ করা সম্ভব হবে, যা হালদা নদী রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। গবেষণাটি যৌথভাবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (ঈঠঅঝট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক যৌথভাবে সম্পন্ন হয়েছে। গবেষণাটির অর্থায়ন করেছে আইডিএফ এবং পিকেএসএফ। এখন থেকে এই গবেষণার ফলাফল প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিরাও সরাসরি ব্যবহার করার সুযোগ পাবেন।