রামগতিতে এসএসসি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০২:৩৭ পিএম
রামগতিতে এসএসসি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজ প্রতিষ্ঠানের পরিবর্তে প্রায় ১৮ কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে লক্ষ্ণীপুরের রামগতিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রামগতি বাণী ভবানী কামেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার রামগতি বাজার এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা পূর্বের ন্যায় নিজ বিদ্যালয় অথবা পার্শ্ববর্তী বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ অর্নব, তানভীর ইভান, ইয়াছিন আরাফাত তানজির, তওসিফ রহমান ও মো. রবিন জানান, বিগত কয়েক বছর ধরে তাদের এসএসসি পরীক্ষা নিজস্ব কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকায় রামগতি বাণী ভবানী কামেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র হিসেবে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় উল্লেখ করা হয়েছে, যা বিদ্যালয় থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। শিক্ষার্থীরা বলেন, নতুন সিদ্ধান্তের ফলে অনেককে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি বাড়বে। তাই তারা পরীক্ষা কেন্দ্রটি নিজ বিদ্যালয় অথবা পার্শ্ববর্তী আহমদিয়া কলেজে বহাল রাখার দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, হঠাৎ করে বোর্ডের এমন সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। তবে এটি বোর্ডের সিদ্ধান্ত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের করার তেমন কিছু নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ মোস্তফা হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বাস্তবতা বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, বিষয়টির একটি সুন্দর সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।