লংগদুতে গাঁজাসহ কারবারি আটক

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০২:৪৫ পিএম
লংগদুতে গাঁজাসহ কারবারি আটক

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু  উপজেলার গুলশাখালী ইউনিয়নে বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রুপনগর এলাকায় এক ব্যক্তি মোটরসাইকেল যোগে চোরাচালানের উদ্দেশ্যে গাঁজা বহন করছে। এমন তথ্যের পেয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আব্দুল মালেক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ব্যাগ ভর্তি গাঁজাসহ আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে লংগদু থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিজিবি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, জনগণের সঙ্গে সমন্বয় করেও কাজ করছে। তারা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে