কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বারের আইনজীবীগনদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতের উদ্যোগে আইনজীবী সমিতির কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইনজীবী ইউনিট বারের সভাপতি এ্যাডঃ শেখ আকবর হোসেনের সভাপতিত্বে ও এ্যাডঃ আবু বকরের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাইফুল্লাহ আজাদ , সহকারি সেক্রটারি মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, কয়রা আদালতের বিজ্ঞ আইনজীবী এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, এ্যাডঃ মোশাররফ হোসেন, এ্যাডঃ আঃ রাজ্জাক, এ্যাডঃ আরাফাত হোসেন, এ্যাডঃ মাহদুদ হোসেন মন্টু, এ্যাডঃ জাহানারা খাতুন প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বারের আইনজীবী গন সহ আইনজীবী সহকারিরা উপস্থিত ছিলেন।