ফুলবাড়ী সীমান্তে অনুষ্ঠিত হলো কথিত ওরশ সমাবেশ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৯ পিএম
ফুলবাড়ী সীমান্তে অনুষ্ঠিত হলো কথিত ওরশ সমাবেশ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) প্রহরায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের নাখারজান সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৪১ এর পাশে সীমান্ত আইন লঙ্ঘন করে ১৫০ গজের ভিতরে অনুষ্ঠিত হলো কথিত কছিমুদ্দিনের নামে ওরশ সমাবেশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পিলার ঘেঁষে এই সমাবেশটি কথিত কছিমুদ্দিনের মাজারে অনুষ্ঠিত হয়। সমাবেশটি আন্তর্জাতিক সীমানা আইনের ১৫০ গজের ভিতরে হওয়ায় বিজিবি টহল জোড়দার করে।  এই সমাবেশ ঘিরে ভারতীয় ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের ছাবরি ক্যাম্পের বিপুল সংখ্যক বিএসএফ মোতায়েন করা হয় সীমান্তে। ভারতীয়দের ওরশ সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক বিএসএফের উপস্থিতিতে সীমান্ত সু- রক্ষায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির বিজিবি সদস্যরাও টহল জোড়দার করে। বিজিবির টহলে কোনো বাংলাদেশি ভারতীয় অভ্যন্তরে বা ভারতীয় নাগরিক বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করতে পারেনি। এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির বিজিবি কমান্ডার নায়েক সুবেদার লিটন জানান, সীমান্তে ভারতীয়দের ওরশ সমাবেশ ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সীমান্তের এই ওরশ সমাবেশ ঘিরে যাতে ভারতীয় বিএসএফ বা নাগরিকরা সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এ জন্য আমরা আগে থেকেই সতর্ক ও টহল জোড়দার অব্যাহত রেখেছি। উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলা সদরের নাখারজান সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৪১ এর পাশে বাংলাদেশের নাখারজান ও ভারতীয় শিউটি-২ সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের ভিতরে কথিত কছিমুদ্দিনের কবর ঘিরে একটি মাজার তৈরি করে ভারতীয় চোরাকারবারী চক্র। ২০১০ সালের ১০ জানুয়ারি থেকে এই ওরশ সমাবেশে ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এই বিপুল সংখ্যক মানুষের ভিড়ে বাংলাদেশে প্রবেশ ঘটায় হিরোইন, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন প্রজাতির মাদকের চালান। অপরদিকে মাদকের বদলে বাংলাদেশ থেকে স্বর্ণের চালান ভারতে প্রবেশ ঘটায় ভারত-বাংলাদেশের চোরকারবারিরা। চোরাকারবারিদের এই অপকৌশলের ঘটনাটি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় খবর প্রকাশ হলে ২০১২ সাল থেকে ভারতীয়দের এই ওরশ সমাবেশে বাংলাদেশীদের প্রবেশ সম্পূর্ন বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আপনার জেলার সংবাদ পড়তে