সুজানগরে সরিষা আবাদে বৈপ্লবিক পরিবর্তন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৬ পিএম
সুজানগরে সরিষা আবাদে বৈপ্লবিক পরিবর্তন

বাংলাদেশের মধ্যে পেঁয়াজ আবাদে প্রথম পাবনার সুজানগরে পেঁয়াজের পর এবার সরিষা আবাদে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চলতি মৌসুমে  উপজেলার মাঠে, মাঠে পেঁয়াজের পাশাপাশি শোভা পাচ্ছে সরিষা ফসল।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১০টি ইউনিয়নে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮‘শ হেক্টর জমিতে। কিন্তু অনুকূল আবহাওয়া আর উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় কৃষি প্রণোদনা দেওয়ার কারণে লক্ষ্যমাত্রা ছাপিয়ে আবাদ হয়েছে সাড়ে ১৮‘শ হেক্টর জমিতে। বিশেষ করে উপজেলার অধিকাংশ উঁচু জমিতে সরিষা আবাদ করা হয়েছে। উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের কৃষক আজাহার আলী বলেন, এ বছর আমি উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে ৩বিঘা জমিতে বারি সরিষা-১৪ আবাদ করেছি। ইতিমধ্যে ফুলে-ফলে মাঠ ভরে গেছে। আশা করছি ফলন ভাল হবে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন সরিষা আবাদে খরচ কম লাভ বেশি। সেকারণে এ বছর উপজেলার বড় কৃষক থেকে শুরু করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা পর্যন্ত সরিষা আবাদ করেছে। তিনি আরো বলেন প্রতি বিঘা সরিষা আবাদে সার-বীজসহ উৎপাদন খরচ হয় ২৫‘শ থেকে ৩হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে সরিষা উৎপাদন হয় ৫ থেকে ৬মণ। বর্তমানে হাট-বাজারে প্রতিমণ সরিষার দাম ৩ হাজার থেকে ৩৫‘শ টাকা দরে। ফলে বর্তমান এ বাজারে উৎপাদন খরচ বাদে প্রতি বিঘা সরিষায় কৃষকের দিগুণেরও বেশি লাভ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন সরকার ভোজ্য তেলের উপর আমদানি নির্ভরতা কমিয়ে আনতে আগামী ৩/৪বছরের মধ্যে শতকরা ৪০ভাগ তেল ফসলের আবাদ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। সেকারণে উপজেলা কৃষি বিভাগ কৃষকদের পেঁয়াজের পাশাপাশি সরিষা আবাদে উদ্বুদ্ধ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে