শরণখোলায় ভোট কেন্দ্র পরিদর্শন প্রচারনা সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:০৫ পিএম | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:০৫ পিএম
শরণখোলায় ভোট কেন্দ্র পরিদর্শন প্রচারনা সভা

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন  গনভোট ২০২৬ উপলক্ষ্যে শনিবার বিকেলে  শরণখোলায়  বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন প্রচারনা সভা ও শীতব-্ত্র বিতরণ করেছেন। বাগেরহাট  জেলা প্রশাসক (১০ জানুয়ারী)  শরণখোলার উপজেলা সদর রায়েন্দা ও লাকুড়তলা ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ উপলক্ষে  লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে  উপজেলা প্রশাসনের আয়োজনে  প্রচারনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার। সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন,  বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের  সহকারী কমিশনার ও নির্বাহী মেজিষ্ট্রেট সৌরভ মন্ডল, শরণখোলা থানার অফিসার ইনচার্জ  মোঃ সামিনুল হক, শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মইনুদ্দিন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া বিএসসি ও সাংবাদিক আ: মালেক রেজা প্রমূখ। আলোচনা সভায় জেলা প্রশাসক হ্যাঁ এবং না ভোটের বিষয়টি “দেশের চাবি আপনার হাতে” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে বি-্তারিত ভাবে তুলে ধরেন। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ  ও শান্তিপূর্ণ পরিবেশে  অনুষ্ঠানের জন্য সকলের  সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে বাগেরহাট  জেলা প্রশাসক শতাধিক  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।