বিয়ে করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

এফএনএস বিনোদন
| আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম
বিয়ে করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট শেখ ইশতিয়াক বিয়ে করেছেন। গত শনিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জমকালো এই আয়োজনে সংগীত অঙ্গনের বহু পরিচিত মুখ ও তারকাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড শিরোনামহীনের শিল্পীদের সংগীত পরিবেশনা, যেখানে অতিথিরা উপভোগ করেন লাইভ গান। তবে বিয়েতে পাত্রীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। গত শনিবার সন্ধ্যায় শিরোনামহীন ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়, ‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’ গত কয়েক বছরে শিরোনামহীনের ভোকাল হিসেবে শেখ ইশতিয়াক শ্রোতাদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে তার কণ্ঠে গাওয়া ‘এই অবেলায়’ গানটি বর্তমান প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি গানটির সিক্যুেয়ল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে, যা নিয়ে ভক্তদের মাঝে দেখা যাচ্ছে বেশ উন্মাদনা। শেখ ইশতিয়াকের নতুন জীবনের শুরুতে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার জন্য শুভকামনা ও দোয়া জানাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে