ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত এক বছরে বা ১২ মাসে (২০২৫ খ্রিষ্টাব্দে) প্রায় ১৩ জন খুন হয়েছেন। এরমধ্যে পুরূষের পাশাপাশ শিশু, নারী ও যুবকও রয়েছে। অধিকাংশ খুন হয়েছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। পূর্ব শত্রূতার জের ও ধর্ষণের পর হত্যার অভিযোগও রয়েছে। রয়েছে ছিনতাইয়ের ঘটনাও। এরমধ্যে ব্যাপক চাঞ্চল্যকর হত্যাকান্ড হচ্ছে শাহবাজপুরের শিশু ময়না (০৯) ও পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের শিশু মীম (০৬)। পুন:তদন্তের জন্য মীমের লাশ ৯ মাস পর কবর থেকে উত্তোলন করেছেন প্রশাসন। আইনি প্রক্রিয়ায় এসব হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চান সরাইলবাসী। আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেলে খুনিরা আরো বেপরোয়া হয়ে যাওয়ার শঙ্কায় ভুগছেন ভুক্তভোগিরা। সরেজমিন অনুসন্ধানে পুলিশ ও -’ানীয় সূত্র জানায়, শুধু নভেম্বর মাসেই খুন হয়েছেন ২ ব্যক্তি। ২৩ নভেম্বর বুধবার আধিপত্য বি-্তার ও পুর্ব শত্রূতার জেরে প্রতিপক্ষের হামলায় উপজেলার শাহজাদাপুর ইউনয়নের দেওড়া গ্রামের আফরোজ মিয়া (৬৫) খুন হন। ১২ নভেম্বর বুধবার জায়গা সংক্রান্ত বিরূধের জেরে উপজেলার অরূয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে মোর্শেদ মিয়া তার ২ ছেলে আনোয়ার দেলোয়ার ও -^জনরা মিলে হামলা চালায় প্রতিবেশী আব্দুস সাত্তারের ছেলে রিফাদুল ইসলাম সুমনের (২২) উপর। আশঙ্কাজনক অব-’ায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অব-’ায় সুমন মারা যায়। ঘটনার দেড়/দুই পরও কোন আসামী গ্রেপ্তার হয়নি। জুলাই মাসে খুন হয়েছেন ৩ জন। গত ২২ অক্টোবর বুধবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর গ্রামে গভীর রাতে মোছা: কুলসুম বেগম (২২) নামের এক গৃহবধুকে খুন করেছে -^ামী। গৃহবধুর পিতা ফারূক মিয়াসহ পরিবারের সবার দাবী ৩ লাখ টাকা দেওয়ার পরও -^ামী মামুন মিয়াসহ (২৭) ওই পরিবারের সকলে মিলে কুলসুমকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৫ জুলাই শনিবার খেলতে গিয়ে নিখোঁজ হয় শাহবাজপুর গ্রামের হাবলী পাড়ার -্কুল ছাত্রী শিশু ময়না বেগম (০৯)। নিখোঁজের ১৪ ঘন্টা পর পরের দিন রোববার সকালে ওই -্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ পাশের মসজিদের দ্বিতীয়তলা থেকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করেন পুলিশ। সৌদী প্রবাসী রাজ্জাক মিয়ার মেয়ে ময়না হত্যার ঘটনাটি শুধু সরাইল নয় সমগ্র দেশেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ৬ মাস পেরিয়ে গেলেও এই হত্যাকান্ডের কোন ক্লো বা রহস্য আদৌ বের করতে পারেনি পুলিশ। ২৯ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার কালীকচ্ছ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. মো-্তফা কামাল (৫২) নামের এক বিকাশ ব্যবসায়ি খুন হয়েছেন। একদল ছিনতাকারী ব্যবসায়িকে কূপিয়ে ছিনিয়ে নিয়েছে প্রায় কয়েক লাখ টাকা ভর্তি ব্যাগ ও ২টি মুঠোফোনসেট। আশঙ্কাজনক অব-’ায় মো-্তফাকে হাসপাতালে নেয়ার পর মারা যান। মো-্তফা বিজিবি’র সাবেক ল্যান্স নায়েক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মুমিন মিয়ার ছেলে। তাদের মূল বাড়ি কুমিল্লার চাঁদপুরে। মধ্যপাড়ায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা। এই হত্যাকান্ডের সাথে জড়িত ৩ ব্যক্তি আদালতে -^ীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনাও দিয়েছে। কিছুদিন পরই তারা জামিনে চলে আসে। গত ১৯ জুন বৃহ-্পতিবার সরাইল সদরের সৈয়দটুলা পশ্চিমপাড়ার শিশু রাহিম (১০) নানির বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। পরের দিন নানির বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে জাফর খালের কচুক্ষেতে মিলল শিশু রাহিমের লাশ। পুলিশ রাহিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। গত ৮ এপ্রিল মঙ্গলবার একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি ও পূর্ব বিরোধের জেরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে চান্দের গোষ্ঠী আর বারেকের গোষ্ঠীর মধ্যে একাধারে দুই দিন সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুর লুটপাট ও আগুন দিয়ে পুঁড়িয়ে দিয়েছে। পরি-ি’তি নিয়ন্ত্রণে রাখতে ইউএনও মো. মোশারফ হোসাইন ও ওসি মো. রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের পাশাপাশি গ্রামে সেনা সদস্যদের টহলও অব্যাহত রয়েছে। মঙ্গলবারের সংঘর্ষে পেটে বল্লমের আঘাতে গুরূতর আহত হন চান্দের গোষ্ঠীর পক্ষের গ্রামের হাদির বাড়ির প্রয়াত মুসলেম উদ্দিনের ছেলে জসিম। সেইদিন আহত হয়েছিল জসিমের কিশোর ছেলে হৃদয়ও (১৪)। আশঙ্কাজনক অব-’ায় পিতা পুত্র দু’জনকেই ঢাকায় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৯ এপ্রিল বুধবার দিবাগত গভীর রাতে চিকিৎসাধীন অব-’ায় মৃত্যুবরণ করেন জসিম। গত ১২ মার্চ বুধবার বাক-বিতন্ডার জেরে ধরে আপন চাচাত ভাই তরিকুল ইসলামের ছুরিকাঘাতে খুন হয়েছে কিশোর মাহিন হাসান (১৪)। উপজেলার পল্লী এলাকা পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের পূর্বপাড়ায় ১২ই মার্চ রাতে নির্মম এই খুনের ঘটনা ঘটেছে। মাহিনের পিতা মহব্বত আলী ও তরিকুলের পিতা এরশাদ মিয়া সম্পর্কে আপন ভাই। আপন দুই ভাতিজার দ্বন্ধ নি-্পত্তি করতে গিয়ে ভাতিজা আব্দুর রহমানের (৩৫) হাতে চাচা আমজাদ আলী (৫৫) খুনের অভিযোগ উঠেছে। গত ২রা মার্চ রোববার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর গ্রামে এই খুনের ঘটনাটি ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজাদ আলী (৫৫) ও আমানত (৬০) নামের ২ বৃদ্ধকে খুন করা হয়। গত ১৭ মার্চ সোমবার ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটেছে। বিশুতারা গ্রামের প্রয়াত উমর আলীর ছেলে আজাদ আলী গংদের সাথে একই গোত্রের প্রয়াত উসমান আলীর ছেলে ইনসান আলী গংদের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল দীর্ঘদিনের। প্রায় ৯ বছর আগে উভয় পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ও হত্যার ঘটনা ঘটেছিল। গত ৩১ জানুয়ারি সোমবার সরাইলে সন্তানদের চোখের সামনে ১৯ ঘন্টা নির্মম নির্যাতন শেষে গৃহবধু শেখ তানিয়াকে (৩৫) হত্যা করে -^ামী উজ্জ্বল মিয়ার। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় উজ্জ্বলের বসত ঘরে নির্মম ও বর্বর এ ঘটনাটি ঘটে। পিতা কর্তৃক মা’কে শাররীক ভাবে নির্যাতনের চিত্র প্রতিরাতই দেখতে হতো সন্তানদের। কিন‘ ওই রাতের নির্মম বিভৎস্য নির্যাতন শেষে মায়ের কষ্টদায়ক হত্যা কান্ডের চিত্র কোন ভাবেই ভুলতে পারছে না তানিয়ার সন্তানরা। সেই জন্যই সন্তানরাও পাষন্ড পিতার সর্বোচ্চ বিচারের দাবী জানাচ্ছে। পাষন্ড পিতার বর্বরতা ও মাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে তানিয়ার -্কুল পড়-য়া কন্যা জয়া (১৫)। উপজেলার কালিশিমুল গ্রামের প্রথম শ্রেণির ছাত্রী শিশু খাদিজা আক্তার (০৬) প্রকাশ মীমকে দুই আনা -^র্ণের জন্য পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে জোর দাবী জানিয়ে যাচ্ছেন পরিবার -^জন ও গ্রামবাসী। গত ১৮ ফেব্রূযারি মঙ্গলবার কালিশিমুল গ্রামে লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে। পরের দিন বুধবার সকালেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে জান্নাত ও তার বাবা চাচারা। রহস্যজনক কারণে মুখে হত্যাকান্ড বলেও ঘটনাটিকে ধামাচাপা দিতে বারবার নি-্পত্তির প্র-্তাব দিচ্ছেন কতিপয় সালিসকারক। দীর্ঘ ৯ মাস পর আদালতের নির্দেশে পুন:তদন্তের জন্য গত ২৭ নভেম্বর কবর থেকে শিশু মীমের লাশ উত্তোলন করেছেন প্রশাসন। এ বিষয়ে সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল বলেন, এই জনপদের বড় অংশের মানুষের এখনো সুশিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে। বিচার ও আইনি প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতা। অতিদ্রূততম সময়ে সহজেই অপরাধীর জামিন। মামলা প্রসেসিং এর জটিলতা। এসব কারণে অপরাধী ও আইন অমান্যকারীদের বিরূদ্ধে ব্যব-’া নিতে প্রতিবন্ধকতা থাকছে। এ সকল বিষয়ের সমাধান করতে পারলে কথায় কথায় মারামারি ও খুনের প্রবণতা হ্রাস পেতে পারে। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসের পর মাস দাঙ্গা হাঙ্গামা মধ্য যুগীয় বর্বরতার সামিল। আধিপত্য, গোষ্ঠীতন্ত্র, হিংসা, বিদ্বেষ হীন মনমানসিকতা এসব থেকে সকলকে বেরিয়ে আসতে হবে।সহনশীলতা শুধু ব্যক্তি নয়, পরিবার সমাজ গ্রাম তথা গোটা ইউনিয়নে ছড়িয়ে দিতে হবে। আইন ও পুলিশের প্রতি শ্রদ্ধাবোধ জাগাতে হবে। নিজ এলাকার সামাজিক ও গণ্যমান্য লোকদের আহবান শুনতে হবে। তবেই খুন খারাবি দাঙ্গা ফ্যাসাদ কমে যাবে।