সোমবার দুপুরে বিদ্যুতের তার ছিড়ে সাতক্ষীরার তালার খলিষখালীর টিকরামপুর গ্রামে মনি শংকর ভদ্র, রাজকুমার ভদ্র ও বিশ্বনাথ ভদ্রের মোট দেড় বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে আগুন লাগলে তারা তা নিয়ন্ত্রণ করতে পারেন নি। তারা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সহায়তার অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় ফায়ার সার্ভিস অথবা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।