কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত মাটি সংগ্রহ ও ইট প্রস্তুত করার অপরাধে সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামারে অবস্থিত মেসার্স এজেপি ব্রিকসকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই ইটভাটা মালিককে হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।