দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৬ পিএম
দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। চম্পা খাতুন উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফ গ্রামের প্রবাসী আনসার আলীর স্ত্রী। সোমবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।  পুলিশ  সূত্রে জানা যায়, চম্পা খাতুন বাড়িতে একাই থাকতেন। তার স্বামী আনসার আলী দীর্ঘদিন প্রবাসে আছেন।ছেলে  লেখাপড়ার কারণে বাহিরে থাকে। রবিবার রাতে গ্রামে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিল শেষে চম্পা খাতুন বাড়িতে ফিরে রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘরে যায়। পরদিন সকালে জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কুষ্টিয়া এবিষয়ে দৌলতপুর থানার অফিসার (ওসি) আরিফুর রহমান বলেন , চম্পা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।