স্বর্ণের বাজারে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:১৬ এএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ এএম
স্বর্ণের বাজারে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার

দেশের স্বর্ণবাজারে আরেকটি রেকর্ড যুক্ত হলো। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

এর আগে সর্বশেষ চলতি বছরের শুক্রবার (১০ জানুয়ারি) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা শনিবার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হলো।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারের অস্থিরতা এবং স্থানীয় সরবরাহ পরিস্থিতির প্রভাবও এতে ভূমিকা রেখেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার এক ভরি বিক্রি হবে ৫ হাজার ৯৪৯ টাকায়। বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার কেনার সময় নির্ধারিত দামের সঙ্গে সরকার ঘোষিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।

স্বর্ণের এই লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে এত উচ্চমূল্য মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আপনার জেলার সংবাদ পড়তে