বিরলে বাল্য বিবাহ এবং শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৪ পিএম | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৪ পিএম
বিরলে বাল্য বিবাহ এবং শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা

বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্য বিবাহ এবং শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কার্যালয়ে বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান (যুগান্তর) এর সভাপতিত্বে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, ফিল্ড কমিউনিকেশনস সমন্বয়কারী মুহাম্মদ আলভী হোসেন ভূঁইয়া, কারিগরি বিশেষজ্ঞ- জীবিকা ডাঃ দীপা রোজারিও, অন্তর্বর্তীকালীন এপি ম্যানেজার এন্টিনা দাস, প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রয়, প্রোগ্রাম অফিসার তিথী সিং, প্রোগ্রাম অফিসার গোলাম সাকলায়েন, জুনিয়র প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রয় বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত ছিলেন- বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পণ), সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু (খোলা কাগজ), সহ সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), সাবেক কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী (আজকের দেশবার্তা), নির্বাহী সদস্য দিপঙ্কর রায় (মানবকন্ঠ), মুসলিম হক (বাংলার দূত), আব্দুল আজিজ (দেশেরকন্ঠ), সদস্য সেলিম রেজা (জনতার খবর), বেলাল হোসেন (নওরোজ), লুৎফর রহমান (ঘোষণা), মুরছালিন হেসেন (মাতৃছায়া) প্রমূখষ  মতবিনিময়কালে পরষ্পর সহযোগিতার মাধ্যমে বিরল উপজেলাকে বাল্য বিবাহ এবং শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে