কুড়িগ্রামের রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার(১৪জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ছাঁটমাধাই গ্রামে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, বুধবার (১৪জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় ওই গ্রামের এনাম আলীর দুই সন্তানের স্ত্রী পরী বেগম(৩৫) এর লাশ তার গোয়াল ঘরের তীরের সাথে ঝুলছিল। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে পরী বেগমের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। বুধবার(১৪জানুয়ারী) সকালে সকলের অগোচরে পরী বেগম ঘরে রাখা লায়লন রশি দিয়ে তার গোয়াল ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগায়। বেশ কিছুক্ষণ তাকে কেউ দেখতে না পেরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার পরিবারের লোকজন তাঁর গোয়াল ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ ও এলাকবাসীদের ধারনা করছে, মানষিক ভারসাম্যহীনতায় তিনি আত্মহত্যা করতে পারেন। ওই এলাকার ইউপি সদস্য বিপ্লব আলী ঘটনা নিশ্চিত করে বলেন তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন দিন ঝগড়া করতে দেখা যায়নি। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন- আত্মহত্যাকারীর বাবার বাড়ির লোকজন ও স্বামীর বাড়ির লোকজনের মধ্যে কোন অভিযোগ না থাকায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।