১১ হতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আর্ন্তজাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক সলিডারিটির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক আয়োজন করা স্পোর্টস এ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। উক্ত কোর্সে অলিম্পিক ও নন-অলিম্পিকভুক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন, মাল্টি স্পোর্টস এসোসিয়েশন এবং বিকেএসপি হতে মোট ২৮ জন প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করেছেন। চার দিন ব্যাপি উক্ত কোর্সে ক্রীড়া কর্মকান্ড পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতাবৃদ্ধিসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। কোর্সে অলিম্পিক আন্দোলন ও অলিম্পিজমের মূল্যবোধের উপরও আলোচনা করা হয়। অত:পর অংশগ্রহণকারীগণ কোর্স চলাকালিন নির্ধারিত বিষয়ে আলোচিত জ্ঞানের আলোকে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন প্রদান করা হয়। কোর্সটি পরিচালনা করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালকগণ মো: মোশারফ হোসেন মোল্লা, ফারুকুল ইসলাম ও কাজী মইনুজ্জামান এবং গেস্ট স্পিকার হিসেবে বক্তৃতা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর এবং ডা. মোহাম্মদ শফিকুর রহমান। ১৪/০১/২০২৬ তারিখ দুপুর ০১:৩০ টায় বিওএ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিওএ'র সহ সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। তিনি তাঁর সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, তাঁরা যেন অর্জিত জ্ঞানকে ব্যবহারের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে উন্নতি সাধন করেন এবং অলিম্পিক আন্দোলনকে বেগবান করতে সহায়তা করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএ'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিওএ'র কর্মকর্তাগণ।