পিরোজপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ পিএম
পিরোজপুর-২  আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

পিরোজপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী  মাহমুদ হোসেনের প্রার্থীতা বাতিল হয়েছে। ঋণ খেলাপী থাকায় আজ শনিবার যাচাই বাছাই অন্তে বিকেলে তার মনোনয়ন অবৈধ ঘোষনা করে প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে পিরোজপুরের রিটার্ণিং অফিসার আবু সাঈদ জানিয়েছেন। জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মাহমুদ হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। ধনাঢ্য মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি  (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দিয়ে তিনি বিএনপির মনোনয়নের প্রত্যাশায় ব্যাপক গণসংযোগও করেছিলেন। এব্যাপারে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।  প্রসঙ্গত মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে বিএনপি মনোনয়ন দিয়েছে। এ আসনে জামায়াতের প্রার্থী পিরোজপুর-১ আসনের সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদীসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে