নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউপির ৫ নং ওয়ার্ড আজিজপুর গ্রামে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাদ আসর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে ও ছাত্রনেতা বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী -২( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি দলীয় ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন কাবিলপুর ইউপির ধানের শীষ মাকার নির্বাচনী প্রধান কনভেনার ও জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার ,বিএনপি নেতা বাহার উল্লাহ বাহার, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজ রহমান, সেক্রেটারী জহিরুল ইসলাম জহির, কাবিলপুর ইউনিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন মহিন, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, ৫ নং ওয়ার্ড মেম্বার মমতাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও স্থানীয় বিএনপি ছাত্রদল, যুবদল সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।