পাহাড়ি জেলা রাঙ্গামাটির লংগদুতে ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে বৌদ্ধ ধর্মীয় শ্রাবকবুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৫তম অষ্টবিংশতি বুদ্ধপূজা, ধর্মন্বন্ধ পূজা, অষ্টপরিস্কার দান, মহাসংঘ দান, কল্পতুরু দান, চুরাশি হাজার প্রদীপ দান ও প্রজ্বলনসহ নানাবিদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে তিনটিলা বন বিহার কমিটির সভাপতি রকি চাকমার সভাপতিত্বে প্রার্থনানুষ্ঠানে প্রধান ধর্মগুরু হিসাবে উপস্থিত ছিলেন ভৃগু মহাস্থবির ভান্তে। এসময় লংগদু সেনা জোনের প্রতিনিধি হিসেবে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাভিদ নেওয়াজ অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিক্রম চাকমা বলি উপস্থিত ছিলেন। মৈত্রী শুভেচ্ছায় ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ বলেন, ধর্মীয় জ্ঞান মানুষকে আলোকিত করে। ধর্ম গুরুদের দেওয়া জ্ঞান জাতীকে পরিপক্ব করে। তিনি সকলকে সম্প্রীতি ও শান্তির বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানে বুদ্ধবন্দনা, ধর্মদেশনা, প্রার্থনা ও শান্তি কামনামূলক কার্যক্রম পরিচালিত হয়।