মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপারেশনের বিশেষ কম্বিং অপারেশনে উপজেলার কচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে গত ৭ দিনে অভিযান পরিচালনা করে ২০টি চরগড়া, ২টি বেহুন্দিজাল ও ১৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। জব্দকৃত অবৈধ জালগুলো রবিবার উপজেলা লঞ্চ ঘাট এলাকায় জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে অবৈধ জাল ধ্বংসের এই অভিযান চলমান থাকবে।