গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনামূলক সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৯ পিএম
গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সচেতনামূলক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চুরি,ডাকাতি,ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদসহ অন্যান্য অপকর্ম প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রহনপুর-আড্ডা সড়কসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলা বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার পরিপেক্ষিতে ও স্থানীয় জনসাধারণের সঙ্গে সতর্কমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে গোমস্তাপুর থানা পুলিশ। এদিকে একই দিন রাতে সেনাবাহিনীকে সঙ্গে পুলিশ নজরপুর মাদ্রাসায় সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক। বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর সাদনান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, পার্বতীপুর ইউপি সদস্য ঈমাইনুল হকসহ স্থানীয় ব্যক্তিরা। অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রহনপুর-আড্ডা, আড্ডা- বড়দাদপুর পর্যন— গোমস্তাপুর থানা পুলিশের তিনটা টিম থাকে। পুলিশ সদস্য সীমিত, যানবাহনের সমস্যা রয়েছে। একটু এগিয়ে গেলে পেছনেই গাছ ফেলে সেটা করছে। পুলিশ চেষ্টা করছে অপরাধীদের ধরতে। তবে আপনাদের সহযোগীতার প্রয়োজন। যখন সড়কে এই কাজটি করে তখন আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের সহযোগীতা নিয়ে তাদেরকে আটক করা সহজ হবে। এয়াড়া ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বলছি পুলিশ যদি দায়িত্বে অবহেলা ও অপকর্মে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক লোকজনের কার্যকলাপে সতর্ক থাকাসহ এলাকায় নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়। যাতে পুলিশ ও জনতা সম্বলিত প্রচেষ্টায় বিভিন্ন অপরাধ দমন করা সহজ হবে।  সেনাবাহিনী কর্মকর্তার মেজর সাদনান বলেন, আপনারা একত্রিত থাকেন। এরআগে এই সড়কে একই ঘটনা ঘটেছে। তখন একত্রিত হয়ে কাজ করেছেন। এখন পাহারা কাজটা করেন না বলেই তারা সুযোগ নিয়েই কাজটা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনার পাহাড়া দেন। ভয় না করে ডাকাতদের ধরিয়ে দেবার চেষ্টার করুন। সেনাবাহিনী সড়কে টহল দিয়ে পাহাড়া অব্যাহত রাখবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে