গোমস্তাপুরে অসহায় নারীর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ পিএম
গোমস্তাপুরে অসহায় নারীর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেচ্ছাসেবী সংস্থা বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন এক অসহায় নারীর পাশে দাড়িয়েছেন। ওই নারীকে সংগঠনের পক্ষ থেকে টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা গ্রামে ওই নারীর কাছে তৈরিকৃত টিনের ঘরটি আনুষ্ঠানিক ভাবে তার কাছে তুলে দেন সংগঠনের সদস্যরা। এই সময় উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ বদিউজ্জামান (দুলু), প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকিম, বাঙ্গাবাড়ি  উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি আল মামুন (সাদ্দাম), উপদেষ্টা প্রভাষক জুয়েল আলম,  সদস্য নাজমুলসহ অন্যরা। এ সময় তারা  রুপালী বেগমকে তৈরিকৃত ঘর,চিকিৎসার খরচ হিসেবে আশরাফুল হককে অর্থ, মৃত রমেশ মুচির কন্যাদের পড়ালেখা খরচ হিসেবে অর্থ তুলে দেওয়া হয়। উল্লেখ্য,  রূপালী বেগম রহনপুর ও সিংগাবাদ (ভারত) রুটের রেললাইনের ধারে বসবাস করতেন। তার একমাত্র ছেলে তাকে রেখে অন্যত্র চলে যায়। এরপর একই এলাকার  নাসিমা বেগম তাকে আশ্রয়ে দিয়েছিলেন। অসহায় নারীটির কষ্ট দেখে বাঙ্গাবাড়ি উন্নয়ন  ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংস্থা তার বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে