চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের আধারে ৩ বিঘা জমির গম কীটনাশক বিষ স্প্রে করে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর মাঠে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষক মনিরুল ইসলাম মুন্টুর জমিতে এই এই কীটনাশক বিষ স্প্রে করা হয় বলে তিনি দাবি করেন। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জিনারপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মনিরুল ইসলাম মুন্টু বলেন, তিনি দীর্ঘদিন হতে এই জমিটি আধি নিয়ে চাষ করছেন। এবার বড় আশা নিয়ে গম লাগানো হয়েছে। কিন্তু তার আশা পূরন করতে দিলোনা দুর্বৃত্তরা। গম ঘরে নেওয়ার স্বপ্নটা তচনচ করে দিলো তারা। এ বিষয়ে জমির মালিক শিবগঞ্জ উপজেলার চাঁনশিকারী গ্রামের কলিমউদ্দিনের ছেলে সুমন বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত ভাবে করেছে। তাদের বাড়ি দুরে হওয়ায় তাহাতো ভাই এনামুল এ কাজ করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল বারিক। তিনি আরও বলেন, অভিযোগ পেলে এর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।