দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষের আহত ১০

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:১৫ পিএম
দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষের আহত ১০

কুষ্টিয়ার দৌলতপুরে মাছ চাষকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, হাসনাপুর গ্রামে একটি ঘেরে মাছের চাষ ও স্থানীয় ফসলের মাঠ নিয়ন্ত্রন করে আসছিলেন হাসানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বর ও তাদের লোকজন। এ নিয়ে তাদের সাথে একই গ্রামের লোকজনদের বিবাদ দীর্ঘদিন ধরে চলে আসছিল। বুধবার একই গ্রামের আলা ওই মাছের কেন্দ্রের মধ্যে তার জমি আছে দাবী করে বাধ দিতে চাইলে জাহাঙ্গীর মেম্বরের লোকজন বাধা দেয়। পরদিন বৃহস্পতিবার এই গ্রামের আসারত আলী নামে এক কৃষক জমিতে পানি দিতে গেলে জাহাঙ্গীর মেম্বরের লোকজন তাকেও বাধা দিলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যায়। এর জের ধরে শুক্রবার সকালে আসারত ও আলার নেতৃত্বে গ্রামের শতাধিক লোকজন লাঠি, রডসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙাগীর মেম্বরের বাড়িতে হামলা করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, তার ভাই হাবিব, জাহাঙ্গীর মেম্বর, তার বাবা নুরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা মজনুর অবস্থা আশংকাজনক। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি জাহাঙ্গীর মেম্বার জানান, কেউ কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করে। এ ঘটনায় তাদের পক্ষের ৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত অবস্থায় ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে