নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার নিজস্ব উদ্যোগে প্রকাশিত ৩৩টি শিক্ষামূলক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ-উপলক্ষ্যে মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক বুরহান সাদী,র সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জান্নাতুল ফেরদাউস। অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ নাছির। ইসলামী সংগীত পরিবেশন করেন আহমাদ ইবনে জাহিদ। পরে শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী। বইগুলোর রচয়িতা জান্নাতুল ফেরদাউস, প্রিন্সিপাল, আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্স এবং সংকলক মাওলানা জাহিদুল ইসলাম, চেয়ারম্যান, আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে প্লে ও নার্সারি শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবই, তাজভীদ, দোয়া এবং সকল শ্রেণির হাতের লেখা অনুশীলনের বই।