কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন । পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ প্রমুখ। ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল হ্যাটট্রিক শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষক নির্বাচিত হয়ে পুরস্কার নেন।