বড়াইগ্রামে দাঁড়িপাল্লার প্রচারণা করায়

জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ পিএম
জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালানোয় মিজান সরকার নামে এক জামায়াত কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর চারটার দিকে উপজেলার ৭নং চান্দাই ইউনিয়নের দাসগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মীদের দায়ী করেছেন ক্ষতিগ্রস্থ জামায়াত কর্মী মিজান সরকার। তিনি দাসগ্রামের ফজলুল হক সরকারের ছেলে। তবে স্থানীয় বিএনপি নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষতিগ্রস্থ ব্যাক্তি জানান, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী। তিনি নির্বাচনে দাঁড়িপাল্লার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা তারিকুল ইসলাম ও জহির তাকে শারীরিকভাবে হেনস্থা করাসহ পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেন। শনিবার ভোর চারটার দিকে তার শোবার ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে জ্বলন্ত কাঠ দিয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত বের হয়ে তিনি ২-৩ জন ব্যাক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। আগুনে তার বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ ধর্মীয় বই-পুস্তক পুড়ে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকালে জামায়াত নেতারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ মিজান সরকারের পিতা ফজলুল হক জানান, জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করায় এর আগে যুবদলের লোকজন আমার ছেলেকে মারপিট করাসহ তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। তারাই আমার ছেলের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমি মনে করি। তবে চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, এ ঘটনার সাথে আমার দলের কোন নেতাকর্মী জড়িত নয়।  এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে