কলেজের মাঝের সড়ক স্থানান্তর ও একক ক্যাম্পাসের দাবিতে

লালমোহনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) :
| আপডেট: ১২ মে, ২০২৫, ০২:৩১ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৫, ০৫:২৩ পিএম
লালমোহনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কলেজের মাঝের সড়ক স্থানান্তর ও একক ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে ভোলার লালমোহনে অবস্থিত সরকারি শাহবাজপুর কলেজের  শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে ১১টা থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। এসময় কলেজের সামনের সড়কে গাছের গুড়ি ফেলে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

শিক্ষার্থীরা প্রায় একঘন্টা সড়কে অবস্থান করে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্থ হয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে লালামোহন থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন। পরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সড়ক স্থানান্তর করে একক ক্যাম্পাস করার কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজের মধ্য দিয়ে সাধারণ মানুষের জন্য চলাচলের জন্য সড়ক বেমানান। কলেজ এবং সামনের মাঠ যেটিকে বিগত সরকারের সময় অবৈধভাবে একটি পার্ক এর নাম দিয়ে মাঠটিকে শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিলো। মাঠসহ পুরো ক্যাম্পাস একিভূতকরণের লক্ষ্যে শিক্ষার্থীরা দাবী জানাচ্ছে।

সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার অজান্তেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে আনতে গিয়ে আমিও স্থানীয়দের রোষানলে পড়েছি, যা অত্যন্ত দুঃখজনক।

আপনার জেলার সংবাদ পড়তে