লালমোহনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে বিক্ষোভ

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৬:১৯ পিএম
লালমোহনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে বিক্ষোভ

ভোলার লালমোহনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এসময় টায়ারে অগ্নিসংযোগ ও সড়কে বসে শ্লোগান দিতে থাকে তারা। বিক্ষোভের কারণে প্রায় ঘন্টাব্যাপী সড়ক বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি এসে ৭দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে যায়।

জানা গেছে, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু ত্যৈয়বের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে বিদ্যালয়ের সম্পদ লুট ও দুর্নিতীর অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর বিদ্যায়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই দুই শিক্ষকের বিচার দাবী করে তাদের প্রত্যাহারের দাবী জানিয়ে কয়েকবার বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে। পরে দুইজনেই ছুটি নিয়ে অনুপস্থিত থাকে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক হেলাল উদ্দিন অল্প সময়ের জন্য বিদ্যালয়ে উপস্থিত হলে ক্ষোভ শুরু হয়। তাদের বিরুদ্ধে এতোদিনেও ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা আবারো ফুঁসে উঠে সোমবার কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নিতী ও বিদ্যালয়ের সম্পদ লুটের অভিযোগের তদন্ত প্রতিবেদন এখনো দেয়নি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক। যার কারণে এই দুই শিক্ষক এখনো বহাল রয়েছেন। তাদের স্থায়ী অপসারণ না করলে শিক্ষার্থীরা আবারো রাস্তায় নামবে।

এবিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ জানান, বিদ্যালয়ের বিষয়টি শিক্ষা বোর্ডের উপ পরিচালকের কাছে তদন্তনাধিন রয়েছে। আমি অনুরোধ জানিয়েছি, যাতে দ্রুত প্রতিবেদন দেন। তাছাড়া জেলা প্রশাসক মহোদয়কেও অনুরোধ করেছি, এ বিষয়টি যাতে দ্রুত সমাধান করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে