সাপাহারে জমি জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৩:৩১ পিএম
সাপাহারে জমি জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪

নওগাঁর সাপাহারে বসত ভিটার জায়গা জমি নিয়ে সৃষ্ট রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের লোহার শাবলের আঘাতে ৪ জন গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সৃষ্ট ঘটনায় বুধবার দিবাগত রাতে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ৯জুন উপজেলার রামাশ্রম (শিমুলডাঙ্গা) গ্রামের মুজিবুর রহমান (৫২) ও রফিকুল ইসলাম(৪৫) এর সাথে বসতভিটার সামান্য জমিজমা নিয়ে তাদেরই আপন ভাই বিবাদি আনারুল ইসলাম এর পরিবারের মধ্যে দন্দ চলে আসছিল। ঘটনার দিন সকালে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আনারুলের ছেলে মো: আহসান হাবিব (২৩) তার হাতে থাকা একটি লোহার শাবল দিয়ে চাচাত ভাই ইস্রাফিল আলম (২৮) এর মাথায় সজোরে আঘাত করে শাবলের আঘাতে মাথা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ষ বের হয় এবং মুজিবুর পক্ষের আরোও তিনজন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে আহতদের সাপাহার হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ আহত ইস্রাফিল ও রফিকুল ইসলামের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা দু’জনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তবে চাচাত ভাইয়ের মাথায় আঘাতকারী আহসান হাবিব বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করে ঈদের ছুটিতে বাড়ীতে এসে সে এই সংঘর্ষে অংশ নিয়ে মারা মারি করেছে বলে স্থানীয়  গ্রামবাসীরা জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে