লালমোহনে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৭:১২ পিএম
লালমোহনে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ভোলার লালমোহনে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে প্রধান সড়কে মানববন্ধনে কয়েকশত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলোচিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগিদের গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়। 

মানববন্ধনে উপস্থিত ডাওরী বাজারের বাসিন্ধা আলম, আরজু, মোস্তফা, ইতি বেগমসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, কালমা ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। লালমোহন ও তজুমদ্দিনের সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ শান্তিপ্রিয় মানুষ। তিনি কোন অন্যায় ও ঝুলমকে প্রশয় দেন না। বিগত সময়ে অনেকে এলাকায় মাদকের সাথে জড়িত ছিল। এসব মাদক ব্যবসায়ী ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। কিন্তু এরপরও ডাওরী এলাকার শাহাবুদ্দিন তার কয়েকজন সহযোগি নিয়ে মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বে মাদকসহ শাহাবুদ্দিন বোরহানউদ্দিন থানা পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিল। কিন্তু এরপরও সে থেমে থাকেনি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা। তারা শাহাবুদ্দিন ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে