দৌলতখানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মোনাজাত

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৭:৫২ পিএম
দৌলতখানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মোনাজাত

ভোলার দৌলতখান উপজেলা মডেল মসজিদে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ দোয়া  মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ জুলাই বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুধী, বিভিন্ন শ্রেণির ও বিভিন্ন পেশার লোকজন ছাড়াও স্থানীয় মুসল্লীরা অংশ নেন। অনুষ্ঠানে ২০২৪'র  গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত ও পরকালের মুক্তি কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করা হয় হয়। মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি মোঃ রেযাউল করীম বুরহানী'র পরিচালনায় দোয়া মোনাজাতে উপস্থিত মুসল্লিরা অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

এর আগে খতিব রেজাউল করিম বুরহানি  ফ্যাসিবাদ মুক্ত দেশপ্রেমিক শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বলেন, এসকল দেশপ্রেমিক শহীদরা দেশের জন্য, ন্যায়ের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের আত্মার চির শান্তি কামনা করি। আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন তাদের জান্নাতবাসী করেন। তিনি সবাইকে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে