দৌলতখানে ভিডিও ভাইরালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৫:৩৪ পিএম
দৌলতখানে ভিডিও ভাইরালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে ভিজিডি চাল দেয়ার নামে অর্থ আদায় করার ভিডিও ভাইরাল প্রকাশ করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজীপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বসে ভিজিডি চাল দেয়ার নামে অর্থ আদায় সংক্রান্ত ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।    

বৃহস্পতিবার ৩ জুলাই দৌলতখান প্রেস ক্লাবে ওই ভিডিও ভাইরাল এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ ইব্রাহিম।  সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম, ইউনিয়ন পরিষদের মেম্বার মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান বলেন, হাজীপুর ইউনিয়ন একটি নদী ভাঙতি এলাকা। ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন ভবন নেই। ভাড়া নেয়া  অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। খানা প্রতি নির্ধারিত টেক্স আদায়ের লোকের মাধ্যমে টেক্স নেয়া হচ্ছে। সরকার থেকে বরাদ্দ না থাকায় ট্যাক্স উত্তোলনের  টাকায় বিদ্যুৎ বিল, যাবতীয় প্রশাসনিক খরচ, 

গ্রাম পুলিশ ও মেম্বারদের সম্মানি দেয়ার কাজে ব্যয় করা হচ্ছে । পরিষদের আয় ব্যয় না থাকলে ওই ইউনিয়নে উন্নয়নমূলক কাজ হয় না ।  চালের নামে ও অবৈধভাবে কোন টাকা উত্তোলনকরা হয়নি। ট্যাক্স আদায়ের উত্তোলনকৃত সমুদয় ওই টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে