দৌলতখানে মেধাবৃত্তি অনুষ্ঠান

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০১:৫৯ পিএম
দৌলতখানে মেধাবৃত্তি অনুষ্ঠান

ভোলার দৌলতখানে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস  প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান'র সভাপতিত্বে আয়োজিত জাঁকজমকপূর্ণ  অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  খন্দকার ফজলে গোফরান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা বেগম, দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম মনিরুল আলম, জয়নাল আবেদিন ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক   আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার ৩৫ টি স্কুল-কলেজ ও মাদ্রাসার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন  মেধাবী  শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জয়নাল আবেদিন  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন মিলন।

আপনার জেলার সংবাদ পড়তে