মাসুদ সাঈদী

সংস্কার ও জুলাই হত্যাকারী খুনি হাসিনার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৮:২৭ পিএম
সংস্কার ও জুলাই হত্যাকারী খুনি হাসিনার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না

একটি দল পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। তারা জামায়াতে ইসলামীকে উস্কিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা তাদের উস্কানীর ফাঁদে পা দেবো না। আমরা শুধু নির্বাচন চাই না। আগে সংস্কার, জুলাই শহীদের হত্যার বিচার, খুনি হাসিনার বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। এর আগে কোন নির্বাচন বাংলার জনগণ মানবে না। 

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওফাত দিবস উপলক্ষে আজ বৃহসপতিবার আছরবাদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় জামায়াতের শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সাথে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় ও শহীদ আল্লামা সাঈদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে মেডিকেল টিম হত্যা করেছে। তিনি বলেন, সাঈদীর সেদিনের শেষ হাসি আজও পৃথিবীবাসী ভুলতে পারেনি।

সভাপতির বক্তব্যে মাসুদ সাঈদী আরো বলেন, আমরা আমাদের স্বজন হারানোর কারণে বিচলিত হইনি, আমরা ভয়ও পাইনি। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীদের জবাব দিতে চাই। আমাদের দেশে একটি প্রচলিত কথা ছিল, মোল্লার  দৌড় মসজিদ পর্যন্ত, আমরা এসব পুরোনো কথা ভেঙে দিয়ে বলতে  চাই, আমাদের বক্তব্য মূল্যায়নের জন্য আমাদের দৌড় হবে সংসদ পর্যন্ত। 

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, আপনারা সৌভাগ্যবান, আপনারা মাওলানা শহীদ সাঈদীর  প্রতিবেশী, তিনি আপনাদের প্রতি বেশি। তার ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। শুধু তার প্রতি নয় তার পরিবারের সাথেও জুলুম করেছে ফ্যাসিবাদী সরকার। কিন্তু তারা কোন আপস করেননি। 

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য দেন শহীদদের সন্তান জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল,সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, লক্ষ্ণীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ডাঃ ফয়েজ আহমেদের ছেলে বেল্লাল আহমেদ।

আপনার জেলার সংবাদ পড়তে