পিরোজপুরে জেলা বিএনপি'র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর জেলা শিল্পকলা একাডেমীর শহিদুল আলম নিরু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সমপাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক। তিনি একজন আপসহীন সংগ্রামী নেতা। তাঁর জীবন বিপন্ন হতে চললেও তিনি এদেশের মানুষকে ছেড়ে কখোনো দেশ ত্যাগ করেননি। তিনি এদেশের মাটি ও মানুষের নেতা।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংয়খ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তাঁর সুস্থ্যতা রকামনায় দোয়া করা হয়।