পিরোজপুরের ইন্দুরকানীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. ননী গোপাল রায়ের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ইন্দুরকানী কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- হাফিজুর রহমান তাং, সভাপতি ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপি;
বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ইন্দুরকানী শাখা; বাবু অমল কৃষ্ণ সাহা, সভাপতি কেন্দ্রীয় হরিসভা মন্দির ইন্দুরকানী শাখা;
রনজীৎ হাজরা, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পূজা পরিষদ;
সুবিনয় হালদার, বাসুদেব রায়, সচিন মিস্ত্রী প্রমুখ।