বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার কাউখালী ও ভান্ডারিয়া উপজেলায় দুইদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ আগস্ট সকালে কাউখালী উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং গত শুক্রবার ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন চৌরাস্তা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সহযোগিতায় অনুষ্ঠিত দুদিন ব্যাপী এ ক্যাম্পে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, কাউখালী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার সহ কাউখালী ও ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুই উপজেলার তিনটি স্থানে সহস্রাধিক অসচ্ছল মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।