বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৩ পিএম
বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম আজ বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের চলমান পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরেন।  

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এলাকাবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মাওলানা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে