সরকারি গেজেটে নেছারাবাদে জুলাই বিপ্লবে আহত যোদ্ধা ১৫

এফএনএস (গোলাম মোস্তাফা; নেছারাবাদও স্বরূপকাঠি, পিরোজপুর) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৫ পিএম
সরকারি গেজেটে নেছারাবাদে জুলাই বিপ্লবে আহত যোদ্ধা ১৫

বৈষম্যবিরোধী ছাত্রজনতার অহিংস আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর সহিংসতায় “২০২৪ এর জুলাই বিপ্লব”ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠার প্রতিবাদ। এ আন্দোলনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আহত “জুলাই যোদ্ধো সরকরি গেজেটে ”ক”-১ জন, “খ”-১ জন ও “গ”১৩ জন মোট ১৫  জনের নাম তালিকা আন্তরভুক্ত হয়েছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ২৭ ফের্রুয়ারি ২০২৫ মন্ত্রণালয় গেজেট অধিশাখা রুল্স অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ এর ক্রমিক ২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে জুলাই আহতদের গেজেট প্রজ্ঞাপনে এ তালিকা জারি করে। ২১ আগস্ট-২০২৫ মুক্তিযোদ্ধ  বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপনের তথ্যে জানা  যায়,  জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের তিন শ্রেণী ক্যাটাগরি তালিকায় বিভক্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার। অতি গুরুতর আহত-“ক”এককালীন চিকিৎসা বাবদ ৫ লাখ, মাসিক সম্মানীয় ভাতা ২০ হাজার, গুরুতর আহত-“খ”- চিকিৎসা বাবদ এককালীন ৩ লাখ, মাসিক সম্মানীয় ভাতা ১৫ হাজার এবং আহত-“গ”চিকিৎসা বাবদ এককালীন ১ লাখ, মাসিক সম্মানীয় ভাতা ১০ হাজার টাকা ক্যাটাগরি অনুযায়ী বিধান রয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় নেছারবাদ উপজেলায় প্রশাসন, ইন্টেলিজেন্স ফোর্স (ডিজিএফআই), গোয়েন্দা সংস্থা (এনএসআই), নেছারাবাদ থানা (নিঃ) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ সমন্বয়ে যাচাই- বাচাই পূর্বক “জুলাই যোদ্ধাদের”বর্নিত তালিকায় নেছারাবাদে “জুলাই যোদ্ধা গেজেটের মাধ্যমে  ছাকিন ইসলাম অতি গুরুতর-“ক”, আকাশ গুরুতর আহত “খ”এবং আহত ‘গ”খোন্দকার জুবায়ের আহমেদ ইমরান, ইমাম হোসেন, নবীন হোসেন, ইমরান শেখ, ওয়াহিদুজ্জামান, ফারদিন রানা সেজান, সোয়েব আহমেদ, মাশরাফি আহমেদ, তানবীর, শাহারিয়া, হৃদয় হাওলাদার, ফাহাদুর রহমান ইমন ও আসলাম মিয়া এ ১৫ জন “জুলাই যোদ্ধা”হিসাবে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গেজেট অধিশাখা তালিকাভুক্ত হয়েছে।

 জুলাই যোদ্ধা আহত “ক“ক্যাটাগরি ছাকিন ইসলাম বলে, সাভারে ঢাকা- আরিচা মহাসড়কে অন্ধ মার্কেটের ১৮ জুলাই ২০২৪ পুলিশের গুলিতে বুকের পাঁজরে, মাথায়, চোখে সহ শরীরের বিভিন্ন -’ানে মাল্টিপ্লি পিলেট গুলিত অতি গুরুতর আহত হওয়ার পর অ্যানোম মেডিকেল কলেজ হাসপাতালে সিসিওতে চিকিৎসা নেয় হয়। পরবর্তীতে প্রশাসনিক চাপ থাকায় আত্নগোপনে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চিকিৎসা নেওয়া হয়। এ সময় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে চিকিৎসা অনুদান বাবদ ১ লাখ টাকা। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে চিকিৎসা অনুদান অনেকে পেয়েছে, অনেকে পায়নি। সরকার থেকে ১ লাখ  “ক“ক্যাটাগরি মাসিক ভাতা ২০ হাজার টাকা জুলাই মাসে পেয়েছি এবং ৫ লাখ টাকা এককালীন পাওয়া কথা বিধান রয়েছে।

 জুলাই যোদ্ধা আহত “গ“ক্যাটাগরি আসলাম মিয়া ও খোন্দকার জুবায়ের আহমেদ ইমরান বলে, ১৮ জুলাই বরিশালে  আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে আহত হয়। সরকার নির্ধারিত “গ“ক্যাটাগরিদের এককালিন ১ লাখ টাকা ছাড়া অন্য কোনো সংগঠন থেকে আর্থিক সহয়তা পায়নি। মাসিক সম্মানীয় ১০ হাজার টাকা জুলাই মাসে পেয়েছি।

নেছারাবাদ থানা এস আই(নিঃ) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী লিখিত ভাবে জানান, আহতদের নিকট আত্নীয়-স্বজন, প্রতিবেশী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ ও সরোজমিন অনুসন্ধানে এ ১৫ জন ২০২৪ এর জুলাইযোদ্ধা বৈষম্যবিরোধী সম্পৃক্ত থেকে আহত হওয়ার সত্যতা পাওয়া যায়। উক্ত তালিকাটি নেছারাবাদ থানা অফিসাপর ইনচার্জ(ওসি) উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৬ জুলাই ২০২৫ তারিখ পাঠানো হয়।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ১০ জুলাই ২০২৫ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবার লিখিত রিপোর্টে বলা হয় গণ-অভ্যুত্থানে আহত এ ১৫ জনের চিকিৎসা সেবা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দেয়া হয়নি। দেশের বিভিন্ন মেডিকেলে আহত হওয়া যোদ্ধাদের চিকিৎসা নেওয়ার সত্যতা পাওয়া গিয়েছে। 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় বিভিন্ন প্রশাসন, উপজেলা প্রশাসনের লিখিম প্রতিবেদন এবং গোয়েন্দা সংস্থা ও সরোজমিন অনুসন্ধানে জুলাইযোদ্ধা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হওয়ার সত্যতা পাওয়ায় ১৫ জনের তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর সরকারি তিন শ্রেণীতে গেজেটে অন্তর্ভুক্ত করে।


আপনার জেলার সংবাদ পড়তে