ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাতে বোরহানউদ্দিনে জুলাই বিল্পবে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
২২ সেপ্টেম্বর বিকাল ৪ঘটিকায় উপজেলার কুড়ালিয়া হাউজে তিনি জুলাই বিল্পবে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশে একটি বাহীনি এবং ছাত্রলীগ, যুবলীগের শীর্ষ সন্ত্রাসীরা প্রকাশে আন্দেলনে ছাত্র ও জনতার উপর যে বর্বর হত্যাযজ্ঞ ও নিষ্ঠুরতা দেখিয়েছে। তা সারাবিশ্বের সকল ভাষাভাষী মানুষ দেখেছে। খুনি হাসিনার কুৎসিত রূপ উন্মোচিত হয়েছে। বিগত ১৭ বছর সে বিএনপির অসংখ্য নেতা কর্মীদের গুম, খুন, নির্যাতন করেছে। তাকে দেশে ফিরিয়ে এনে এই বাংলার মাটিতে বিচার করা হবে। তিনি জুলাই বিল্পবে শহীদ ও আহত পরিবারের এক এক করে তাদের সকলের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সবসময় তাদের বিপদে আপদে আমৃত্যু পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগেও জুলাই বিল্পবে শহীদ ও আহত পরিবারদের আর্থিক সহযোগীতা করেন এবং নিয়মিত খোঁজখবর রাখেন।