ভোলার দৌলতখানে পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস একই দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান তারেক হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার সেলিম চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান তারেক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক, ভোলা জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ কবির। সমাবেশে বক্তারা বলেন, পিয়ার পদ্ধতি মেনে নেওয়া ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না। এছাড়া
জুলাই সনদ, লেভেল ফিল্ড, গণত্যার বিচার এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবি জানান তারা।