গাজীপুর -১আসস

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ কে আজাদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৭ পিএম | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৭ পিএম
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ কে আজাদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ,কে আজাদের মত বিনিময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শ্রমিক দলের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী একে আজাদ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ৯ন ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সামসুল আলম সবুজ, পৌর শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মনির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়া, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জসিম পাটোয়ারী, দেওয়ান বুলবুল, আসাদুজ্জামান এরশাদ প্রমুখ। কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি ও গাজীপুর-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি একে আজাদ লিখিত বক্তব্যে বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী। বিএনপির একজন ত্যাগী ও রাজ পথের নেতা হিসেবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি সকলের সহযোগিতা নিয়ে আজ থেকে আমার এই যাত্রাপথে নতুন উদ্দমে সামনে এগিয়ে যেতে চাই। আমি গাতীপুর ১ আসনের আপামর জনসাধারনের প্রতিনিধিত্ব করার মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াারম্যান তারেক রহমানের বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। ব্যক্তির ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ করবো।
আপনার জেলার সংবাদ পড়তে