কালকিনিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর জনসভায় হামলা, আহত ১৫

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ পিএম
কালকিনিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর জনসভায় হামলা, আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর জনসভায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর (অব.) রেজাউল করিম রেজার উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। সভা চলাকালীন হঠাৎ একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৫ জন আহত হন। 

একাধিক সূত্রে জানা গেছে, হামলাকারীরা বিএনপি নেতা খোকন তালুকদারের অনুসারী ও সমর্থক। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলা চত্বরে দুপুরে মাদারীপুর-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে আসেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে তার কর্মী-সমর্থকদের নিয়ে জড়ো থাকা অবস্থায় একই সংসদীয় আসনের বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিন সাথে বাকবিতণ্ডা হয়। পরে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ আহত হয় অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

ঘটনার পর উপজেলা চত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

এবিষয় জানতে চাইলে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সন্ত্রাসীরা কোন দলের না। দীর্ঘদিন ধরে ডাসার, ও কালকিনিতে   বিএনপি'র নামে একদল সন্ত্রাসী  খুন-খারাপী, চাঁদাবাজি, টেন্ডারবাজী ও মাস্তানি করে আসতেছে যা আমাদের দলের সুনামকে দারুণভাবে ক্ষুন্ন করেছে আমি এই সমস্ত সন্ত্রাসীদের দল থেকে বহিষ্কার ও বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে